শেষটা রাঙানো হলোনা চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর
মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্বাসরুদ্ধকর শেষ ম্যাচে লিগ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে হারাল ব্রাদার্স ইউনিয়ন। ২ উইকেটের জয় নিয়ে তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করলো ব্রাদার্স ।
শুক্রবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সব উইকেট হারিয়ে ১৫১ রানের অল্প পুঁজি পায় তারা। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম।
সাগরিকার বোলিং নির্ভর উইকেটে এদিন সুবিধা করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর ব্যাটাররা। ত্রিশের কোটা পেরিয়েছে মাত্র একজন ব্যাটার। শেষ দিকে দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩৭ রান আসে আরিফ রেজার ব্যাট থেকে। এছাড়া ওপেনার সানজু ২০ এবং শুয়েব করে ১৯ রান। বল হাতে ৩৮ রানে ৩ উইকেট নেন নকিব। এছাড়া ২ টি করে উইকেট পান ওবাইদুল এবং সুমন।
১৫২ রানের ছোট লক্ষ্যে ব্রাদার্স স্কোরবোর্ডে কোন রান যোগ না করতেই ২ ওপেনার নকিব এবং রাদিয়ানকে হারালে চাপে পড়ে যায় তারা। এরপর মঈন এবং ধ্রুব’র জুটি জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে ব্রাদার্সকে। তবে ব্রাদার্সের নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটলে প্যান্ডুলামের মতো দুলতে থাকে জয়ের স্বপ্ন। শেষপর্যন্ত আবাহনীর বোলাররা চেষ্টা করেও ব্রাদার্সের জয় ছিনিয়ে নিতে পারেনি।
ব্রাদার্সের মাহমুদুল হাসান ধ্রুব ৬২ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া মঈন এর ব্যাট থেক ২৮ এবং সোহাগের ব্যাট থেকে আসে ১৮ রান। বল হাতে সামসুদ্দিন বাপ্পা নেনে ২৩ রানে ৪ উইকেট।