ব্রাদার্সকে গুড়িয়ে দিলো পাইরেটস
মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার ফোরে লো-স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের রানারআপের দৌড়ে টিকে রইলো পাইরেটস অফ চিটাগং।
আগে ব্যাট করতে নেমে পাইরেটসের পেসার ইফরানের বোলিং তোপে পড়ে মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায় ধীমান ঘোষের ব্রাদার্স ইউনিয়ন। জবাবে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ আসিফের ঝড়ো ইনিংসে ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাইরেটসরা।
সকালে নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইফরান হোসাইনের বিধ্বংসী বোলিংয়ে স্কোর বোর্ডে মাত্র ২৭ রান যোগ করতেই ৫ উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা দুই ওপেনার নাকিব ও রাদিয়ান ফিরেন যথাক্রমে ৫ ও ৩ রান। ষষ্ঠ উইকেটে মারুফ ও নাইমুল ইসলাম মিলে দলের হাল ধরার চেষ্টা চালালেও শেষ ভরসা হয়নি তাদের। ৩৬ বলে মাত্র ১২ রান করে মারুফ ও ৫৭ বলে মাত্র ১৬ রান করে সাজ ঘরে ফিরেন নাইমুল ইসলাম।
এছাড়া শেষদিকে দলের হয়ে একাই লড়ে যাওয়া ওবায়দুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৯ রান। ফলে ৩৩ ওভারে মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে পাইরেটসের পেসার ইফরান ৯ ওভার বল করে ২৪ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই ওপেনার আরমান উল্লাহর উইকেট হারালেও মোহাম্মদ আসিফের অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১১.৫ ওভারেই ৮ উইকেটের বড় জয় পায় পাইরেটস অফ চিটাগং। এছাড়া ব্রাদার্সের হয়ে ২টি উইকেট শিকার করে মোহাম্মদ আরমান।
স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন : ৩৩ ওভার (৭৯/১০) ওবায়দুল ১৯, নাইমুল ১৬, মারুফ ১২; ইফরান ৫/২৪, সবুজ ২/১৫, রুবেল ২/১৭
পাইরেটস অফ চিটাগং : ১১.৫ ওভার (৮৩/২) আসিফ ৩৯*, আরমান ১৫; আরমান ২/৩৪।