দাপুটে জয়ে সিরিজ বাঁচাল দ.আফ্রিকা
প্রথম ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখা নিউজিল্যান্ড। দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ১৯৮ রানে হেরে ১-১ সমতা নিয়ে সিরিজ শেষ করলো কিউইরা।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ৪২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষেই ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। ৫ম দিনে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল ব্যাটে প্রথম সেশনে শুরুটা ভালোই করে কিউইরা। দুই জনের ব্যাটে পঞ্চম উইকেটে ৮৫ রান যোগ করে স্বাগতিকরা।
এরপর কনওয়েকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনেন লুথো সিপাম্লা। ১৮৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। ম্যাচে বাকি সময় কাগিসো রাবাদা, মার্কো জানসেনের গতি এবং কেশভ মাহারাজের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ২২৭ রানে থামে নিউজিল্যান্ড।
এর আগে দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ করলে জবাবে নিউজিল্যান্ড ২৯৩ রান করে। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৪ করে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে।
ম্যাচ সেরা হন দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া রাবাদা। সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ৩৬৪/১০ (প্রথম ইনিংস) আরউই ১০৮, মারক্রাম ৪২, এলগার ৪১, ইয়ানসেন ৩৭*; ওয়াগনার ৪/১০২, হেনরি ৩/৯০, জেমিসন ২/৭০।
নিউজিল্যান্ড ২৯৩/১০ (প্রথম ইনিংস) গ্রান্ডহোম ১২০*, মিচেল ৬০ নিকোলস ৩৯; রাবাদা ৫/৬০, ইয়ানসেন ৪/৯৮।
দক্ষিণ আফ্রিকা ৩৫৪/৯ (দ্বিতীয় ইনিংস) ভেরেইন ১৩৬*, রাবাদা ৪৭, র্যাসি ৪৫, মুল্ডার ৩৫; ওয়াগনার ২/৮১, হেনরি ২/৮১, জেমিসন ২/৮১, সাউদি ২/৯০।
নিউজিল্যান্ড ২২৭/১০ (দ্বিতীয় ইনিংস) কনওয়ে ৯২, ব্লান্ডেল ৪৪; রাবাদা ৩/৪৬, ইয়ানসেন ৩/৬৩, মহারাজ ৩/৭৫।
দক্ষিণ আফ্রিকা ১৯৮ রানে জয়ী।