ফাবিনিয়োর গোলে জয় পেলো লিভারপুল, বার্সার ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে ফাবিনিয়োর একমাত্র গোলে বার্নালিকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে তিন লাল কার্ডের উত্তেজনাপূর্ন ম্যাচে এস্পানিওলের সঙ্গে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সা।
রোববার রাতে আরসিডিই স্টেডিয়ামে হওয়া ডার্বি ম্যাচে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা মাঠ ছাড়ে। উত্তেজনাপূর্ণ খেলা শেষের আগে যোগ করা সময়ে রেফারি তিন খেলোয়াড়কে দেখান লাল কার্ড।
খেলা শুরুর পর দ্বিতীয় মিনিটেই জর্ডি আলবার পাসে ডান পায়ের শটে বল জালে পাঠান পেদ্রি। ৪০ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতায় ফেরান সার্জি ডার্দের। বিরতির পর ৬৬ মিনিটে রাউল ডি টমাসের গোলে পিছিয়ে পড়ে বার্সা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন লুক ডি জং। এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে জাভির দল।
রোববার রাতে বার্নলির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান গড়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো। এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুল ব্যবধান কমিয়ে এনেছে ৯ পয়েন্টে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫৪।
বার্নলির মাঠে নিজেদের খুজে পেলেন না সাদিও মানে, মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনো। তবে ঠিকই জ্বলে উঠেন ফাবিনিয়ো। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে স্বস্তির জয় পেল লিভারপুল।