ইতিহাস গড়া ম্যাচে ভারতের দুর্দান্ত জয়
ইতিহাসের প্রথম দল হিসেবে ১ হাজার ওয়ানডে খেলার বিশ্বরেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল। আর সেই ম্যাচেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজে ৬ উইকেটে হারাল স্বাগতিক ভারত।
আগে ব্যাট করতে নেমে চাহাল-সুন্দরের বোলিং তোপে মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট এবং ১৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁয়ে যায় রোহিত শর্মার দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সাজঘরে ফেরেন ৮ রান করা শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ রান যোগ করেন ব্রেন্ডন কিং ও ড্যারেন ব্রাভো।
এরপর যুগবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে, মাত্র ৭৯ রান তুলতেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে অষ্টম উইকেটে হোল্ডার-অ্যালেনের জুটি ৭৮ রান যোগ করলেও ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগস্পিনার চাহাল। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩, প্রাসিদ কৃষ্ণা ২ ও মোহাম্মদ সিরাজের শিকার করেন ১টি উইকেট।
A sparkling performance from India in their 1⃣0⃣0⃣0⃣th ODI 💥
They win the first match against West Indies by six wickets, taking a 1-0 series lead 👏#INDvWI | https://t.co/Bf4Z5gkR7N pic.twitter.com/0ExjX2tdTS
— ICC (@ICC) February 6, 2022
জবাবে ব্যাট করতে নেমে হাজারতম ম্যাচের শুরুটা দুর্দান্ত করে রোহিত শর্মার দল। উদ্বোধনী জুটিতে ঈষাণ কিষাণকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানও আসে রোহিতের ব্যাট থেকে।
২৮ রান করে কিষাণ আউট হওয়ার পর দুই নম্বরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে না পারায় মাত্র ৮ রান করে সাজ ঘরে ফিরেন বিরাট কোহলি। এরপর পঞ্চম উইকেটে অভিষিক্ত দীপক হুদার সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ১৩২ হাতে থাকলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সূর্যকুমার যাদব। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।