কমনওয়েলথ গেমসের বাছাইয়ে কেনিয়াকে উড়িয়ে দ্বিতীয় জয় টাইগ্রেসদের
কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। কেনিয়াকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগ্রেসরা।
কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১২৫ রান। যদিও শুরুটা তেমন ভাল করতে পারেনি বাংলাদেশ। জ্যোতির দল ৫০ রানে ৫ উইকেট হারানোর পর সালমা-রিতুর দারুণ জুটিতে মোটামুটি এক সংগ্রহ দাঁড় করায় কেনিয়ার সামনে।
টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন রিতু মনি। এছাড়া সালমা খাতুন এবং মুরশিদা খাতুন করেন যথাক্রমে ৩৩ ও ২৬ রান।
১২৫ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কেনিয়ার মেয়েরা গুটিয়ে যায় মাত্র ১২.৫ ওভারে ৪৫ রান করে। পাঁচ নম্বরে নামা শ্যারুন জুমার ছাড়া আর কেউ দাড়াঁতে পারেনি। তিনি ২০ বলে ২৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন এবং সানজিদা আক্তার মেঘলা। ম্যাচ সেরা ১২ রানে ৫ উইকেট নেওয়া নাহিদা।
এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা।
আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ দুইয়ে থাকা শ্রীলঙ্কা।
স্কোরবোর্ড:
টস: কেনিয়া
বাংলাদেশ : ১২৫/৬ (২০ ওভার)
রিতু ৩৯, সালমা ৩৩, মুরশিদা ২৬ ; আবেল ১৪/৩, ওসেইন ২১/২
কেনিয়া : ৪৫/১০ (১২.৪ ওভার)
জুমা ২৪, আবেল ৯ ; নাহিদা ১২/৫
ফলাফল: বাংলাদেশ নারী দল ৮০ রানে জয়ী।