দুদিন বাদেই পর্দা উঠতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। টুর্নামেন্ট শুরুর কত কম সময় বাকি থাকতে করোনার বড় ধাক্কা খেলো কর্তৃপক্ষ।টিম হোটেলে ঢুকার আগেই পিসিআর টেস্টে করোনা ধরা পড়লো খুলনা টাইগার্সের ব্যাটার সৌম্য সরকারের।
সৌম্য ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার সহ দুই জন টিম বয়েরও করোনা পজিটিভ। তবে সৌম্য ছাড়া বাকিদের নাম জানা যায়নি। ক্রিকেটারদের নাম প্রকাশ না করার শর্তে এর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিপিএল সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এর মধ্যেই কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাদের কোনও উপসর্গ দেখা যায়নি।’
বিপিএল শুরুর ৭২ ঘণ্টাও বাকি নেই এর মধ্যে এই খবর অবশ্যই দলগুলোর জন্য বেশ বড়সড় ধাক্কা বলা চলে।
উল্লেখ, আগামী ২১ জানুয়ারি দুপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার ঢাকা।