কমনওয়েলথের বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় টাইগ্রেসদের
কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার করা ৪৯ রানে টাইগ্রেসরা দুই উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
কুয়ালালামপুরে কিনারা ওভাল গ্রাউন্ডে মালয়েশিয়ার দেয়া ৪৯ রানের মামুলি লক্ষ্যে, বাংলাদেশ নারী দল ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান করে ফেলে। ১৯ বলে ২৮ রানের ক্ষেপাটে মেজাজের ইনিংস খেলে বিদায় নেন শামিমা। ১৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন।
Bangladesh off to the ideal start in their quest for Commonwealth Games qualification in Malaysia!
They open their account with an eight-wicket win over the hosts 👏 pic.twitter.com/XIQ9d0NW8r
— ICC (@ICC) January 18, 2022
তাদের বিদায়ের পর নিগার সুলতানা ৩ ও ফারজানা হক ৭ রান অপরাজিত থেকে ৭২ বল হাতে রেখেই জয়ের নাগাল পায় বাংলাদেশ।
এর আগে মালয়েশিয়া নারী ক্রিকেট দল টসে হেরে প্রথমে ব্যাটে নেমে বাঘীনিদের কিপ্টা বোলিংয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ২০ ওভারে ১ উইকেট হাতে রেখে মাত্র ৪৯ রান করে।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দুরাইসিঙ্গাম। তার ১২ আর এলিসা করেন ১১ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আজমিন ও রুমানা।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড : কমনওয়েলথ গেমস(বাছাইপর্ব)
টস: বাংলাদেশ
মালয়েশিয়া নারী দল : ৪৯/৯ (৫০ ওভার)
দুরাইসিঙ্গাম ১২, এলিসা ১১; রুমানা ৪/২, সুরাইয়া ৭/২
বাংলাদেশ নারী দল : ৫৩/২ (৮ ওভার)
শামিমা ২৮, মুর্শিদা ১৪, ফারজানা ৭* ;
নূর ১৪/২
ফলাফল: বাংলাদেশ নারী দল ৮ উইকেটে জয়ী।