জয় দিয়ে যুব বিশ্বকাপ মিশন শুরু করলো অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডের যুবাদের হারিয়ে ৪০ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অজি যুবাদের তোপে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
ব্যাট হাতে রিভালদো ক্লার্কের ৩৭, অধিনায়ক আকিম আগুস্তের ৫৭ ও এন্ডার ম্যাকেনি ক্লার্কের ২৯ রানে ভর করে সব উইকেট হারিয়ে ৪০.১ ওভারে ১৬৯ রানে গিয়ে ঠেকে স্বাগতিকরা। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন টম হুইটনি, নিভেথান রাধাকৃষ্ণান ও কুপার কনোলি।
১৬৯ এর লক্ষ্যে অজিরা ব্যাট করতে নামলে শুরুতে ধাক্কা খায়। কিন্তু থিয়াগো উইলির অপরাজিত ৮৬, নিভেথান রাধাকৃষ্ণানের ৩১, অধিনায়ক কুপার কনোলির ২৩ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে অস্ট্রেলিয়া।
উদ্বোধনী দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডের কাছ থেকে সহজ জয় তুলে নিলো শ্রীলঙ্কা। গায়ানার এভারেস্ট ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কানরা সবকটা উইকেট হারিয়ে ২১৮ রানের লক্ষ্য দাঁড় করায় স্কটল্যান্ডের সামনে।
ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও ম্যাচের বাকিটা সময় স্কটিশ বোলারদের ওপর চড়াও ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা।উইকেটরক্ষক ব্যাটার সাকুনা নিদর্শন লিয়ানাগে খেলেন ৮৫ বলে ৮৫ রানের ইনিংস। রাভিন ডি সিলভা ৩০ আর চামিদুর করেন ২৮ রান । স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শন ফিশার-কেওফ।
স্কটিশরা ২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলার দুনিথ ওয়েলেলাগের কাছে আত্মাহুতি দিতে হয়। জ্যাক জার্ভিস ৫৫ রান করলেও ১৭৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। ৫ উইকেট স্বীকার করেন দুনিথ। আর এতেই ৪০ রানের জয় পেলো লঙ্কান যুবারা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
স্কোরবোর্ড : (অস্ট্রেলিয়া -ওয়েস্ট ইন্ডিজ)
টস: ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৯/১০ (৪০.১ ওভার)
আগস্তো ৫৭, ক্লার্ক ৩৭ ; ওইটনি ২০/৩, কনোলি ১৭/৩
অস্ট্রেলিয়া : ১৭০/৪ (৪৪.৫ ওভার)
উইলি ৮৬, রাধাকৃষ্ণ ৩১ ; লাইনে ১৯/১
ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
স্কোরবোর্ড: (শ্রীলঙ্কা-স্কটল্যান্ড)
টস: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা : ২১৮/১০ (৪৫.২ ওভার)
লিয়ানাগে ৮৫, রাভিন ৩০, চামিদুর ২৮ ; ফিশার-কেওফ ৫৬/৩, জারভিস ২৭/২
স্কটল্যান্ড: ১৭৮/১০ (৪৮.৪ ওভার)
জারভিস ৫৫, ম্যাকিন্তুস ১৯ ; দিমুথ ওয়াল্লেলাগে ২৭/৫
ফলাফল: শ্রীলঙ্কা ৪০ রানে জয়ী