বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেলো বার্সা
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে বছরের প্রথম রোমাঞ্চ ছড়ানো এল ক্লাসিকোতে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায়ঘণ্টা বাজলো বার্সেলোনার। অন্যদিকে, প্রায় এক যুগ পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা ফিরে পেলো ইন্টার মিলান।
সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেলো রিয়াল মাদ্রিদ।
চরম উত্তেজনাকর সেমিফাইনালটিতে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই সমতায় ফিরেছিল বার্সা৷ কিন্তু তৃতীয়বার আর পারেনি তারা৷ ফলে শেষ পর্যন্ত ফাইনালে গেল রিয়ালই।
➡️ ¡A LA FINAL!
🏁 FP: @FCBarcelona_es 2-3 @realmadrid
⚽ L. de Jong 41′, Ansu Fati 84′; @vinijr 25′, @Benzema 72′, @fedeevalverde 98′#Supercopa | #ElClásico | #Emirates pic.twitter.com/jKQBjOTeIv— Real Madrid C.F. (@realmadrid) January 12, 2022
ম্যাচটির ২৮ মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে এগিয়ে নেন। এই গোল ৪৪ মিনিটের সময় শোধ করেন ডি ইয়ং। ৭২ মিনিটের সময় করিম বেনজেমা ফের এগিয়ে নেন। দ্বিতীয় গোল হজম করার পর বার্সা তা শোধ করতে বেশি সময় নেয়নি। ম্যাচের ৮৩ মিনিটের সময় আনসু ফাতিই বার্সাকে সমতায় ফেরান৷
শেষ মূহুর্তে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে৷ আর অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে রিয়ালের ফেদে ভালভার্দে কফিনের শেষ ঠোকে দেন। এ গোল আর শোধ করতে পারেনি বার্সেলোনা।
এই জয়ে এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে ১০০টি ম্যাচে জয় পেয়েছে রিয়াল। সর্বপ্রথম ১৯০২ সালে দুই দল একে অপরের বিপক্ষে খেলতে নামে।
২০১০ সালের পর এই প্রথম ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান। ১২১তম মিনিটে তার নাটকীয় গোলেই জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুললো মিলান।
মিলানের সান সিরোতে হওয়া ম্যাচটিতে ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিলো ইন্টারের দখলে। ম্যাচে প্রথম গোলটি করেছিলো জুভেন্টাস। ম্যাচের ২৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি।
সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি ইন্টার। দশ মিনিটের ব্যবধানে পেনাল্টিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পেনাল্টিতে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।
পুরো ৯০ মিনিটেও আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেও প্রায় শেষের পথে জ্বলে ওঠেন সানচেজ। নির্ধারিত ৩০ মিনিটেরও খেলা হয়ে যাওয়ার যোগ করা সময়ে মাতেও দারমেইনের কাছ থেকে পাওয়া বলে ফিনিশিংটা করে অ্যালেক্সিজ সানচেজ।
এতে শিরোপাটা ছুয়েঁ ফেলে ইন্টার মিলান।