মিঠুনের ডাবল সেঞ্চুরিতে ফাইনালে এগিয়ে মধ্যাঞ্চল
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৯ম আসরের ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলের
৩৮৭ রানের দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ মিঠুন। তৃতীয় দিনে প্রথম ইনিংস শেষে মিঠুনরা ৪৩৮ রান করে ৫১ রানের লিড দেয় । দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৪৩ রানে তৃতীয় দিন শেষ করে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের ১৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন মিঠুন ও শুভাগত হোম। মিঠুন পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। ২০৬ রানের ঝকঝকে ইনিংসে ৩০৬ বল খেলে ৩ ছক্কা ও ২৭ চারে এই রান করে। শুভাগত হুমের সেঞ্চুরিতে ভর করে ৪৩৮ রানে গিয়ে ঠেকে।
মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের চারটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও কামরুল ইসলাম রাব্বি।
৫১ রানের লিডের বিপরীতে খেলতে নেমে দক্ষিণাঞ্চল হারিয়েছে এনামুল হক বিজয়কে। পিনাক ঘোষ ২২ ও অমিত হাসান ২০ রান করে ক্রিজে নামবেন চতুর্থ দিনে।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে জাকির হোসেনের ১০৭ রানে ৩৮৭ রান জড়ো করে দক্ষিণাঞ্চল।
স্কোরবোর্ড :
টস: ওয়ালটন মধ্যাঞ্চল
৩য় দিন
বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৩৮৭/১০ (১১১.৩ ওভার)
জাকির ১০৭*, বিজয় ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ৬৫
মুরাদ ১০১/৫, শুভাগত ৫১/৩, রনি ৭৬/২
ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৪৩৮/১০ (১২৭.৪ ওভার)
মিঠুন ২০৬, শুভাগত ১১৬, জাকের ৫৩
ফরহাদ রেজা ৫৩/৪, রাব্বি ৭০/৪
বিসিবি দক্ষিণাঞ্চল ২য় ইনিংস : ৪৩/১ (১১ ওভার)
পিনাক ২২*, অমিত ২০*
মুরাদ ৯/১