এমবাপ্পের হ্যাট্রিকে ফরাসি কাপের শেষ ষোলোয় পিএসজি
সিআর সেভেন এর নেতৃত্বে বছরের প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু করলো ম্যান ইউ। এই ম্যাচেই রোনালদোর অধিনায়ক হিসেবে অভিষেক রেড ডেভিলের জার্সি গায়ে। অন্যদিকে, মেসি-নেইমারহীন পিএসজি তে হ্যাট্রিক করে ম্যাচ জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
ফরাসি কাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে দিবাগত রাতে মাঠে নেমেছিল পিএসজি। ভানেসের বিপক্ষে সেই ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। ম্যাচের ২৮তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিম্পেম্বে। মেসি-নেইমারহীন ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ৫৯, ৭১ ও ৭৬তম মিনিটে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের ফলে ফরাসি কাপের শেষ ষোলোতে পৌছে গেছে মাউরসিও পচেত্তিনোর দল।
ম্যান ইউ’র জার্সি গায়ে নতুন বছরের প্রথম ম্যাচেই অধিনায়কত্ব পেয়েছিলেন সিআর সেভেন। নতুন বছরের প্রথম ম্যাচ, সাথে নতুন অধিনায়কত্ব একটু বেশিই পরিকল্পনা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু হলো বিপরীত। উলভসের কাছে হার দিয়ে শুরু হলো অধিনায়ক রোনালদোর নতুন বছরের পথচলা।
সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে উলভস। দীর্ঘ ৪১ বছর পর রেড ডেভিলদের মাঠে আবার সেই স্বাদ পেলো তারা।
ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে উলভস। ম্যাচের শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন হোয়াও মৌতিনহো।
এই জয়ের পর ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে উঠে গেছে উলভস। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইউনাইটেড।