বছর শুরুর ম্যাচে হেরে গেলো রিয়াল, চেলসি-লিভারপুলের ড্র
নতুন বছরের নিজেদের প্রথম ম্যাচে গতরাতে মাঠে নেমেছিলো লা-লিগায় বার্সা,রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-চেলসি। জয়,হার ও ড্রয়ে ভিন্নরকম অভিজ্ঞতায় বছর শুরু করলো তারা।
দুই গোলে পিছিয়ে পড়েও চেলসি ঘুরে দাঁড়ালো দারুণভাবে। চার মিনিটের ভেতর দুইবার লিভারপুলের জালে বল পাঠায় চেলসি। দুই গোল রক্ষকের দুর্দান্ত কিছু সেভ। রোমাঞ্চ, উত্তেজনায় ঠাসা ম্যাচে সমতায় শেষ হলো লড়াই। এভাবেই ব্যাখ্যা করা যায় গতরাতের চেলসি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচটি।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। লিভারপুলের হয়ে গোল করেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। চেলসির দুই গোলদাতা মাতেও কোভাচিচ ও ক্রিস্টিয়ান পুলিসিক। ২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ১২ জয় ও ৭ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে দুই নম্বরে।
গতরাতে ইবেরোস্টারে অনুষ্ঠিত ম্যাচে মায়ার্কোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন লুক ডি ইয়ং। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বার্সেলোনার সমানে সমান ছিল মায়ার্কো। যদিও বার্সেলোনার দলটি ছিল তাদের ‘বি’ দল। কেননা করোনাভাইরাসের প্রভাবে মাঠের বাইরেই ছিলেন বার্সার মূল দলের অধিকাংশ ফুটবলার। ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোলটি করেন ডি ইয়াং। এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।
গত অক্টোবর থেকে জিততে জিততে হারার কথা ই ভুলে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু নতুন বছরের শুরুটাই করলো হার দিয়ে। স্প্যানিশ লা লিগায় গতকাল সেই অঘটনের জন্ম দিয়েছে গেতাফে। তারা ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে টেবিলের শীর্ষে থাকা দল রিয়াল মাদ্রিদকে। ম্যাচটিতে ৯ মিনিটের সময় তুরষ্কের ফুটবলার ইনাস উনাল গোল করে গেতাফেকে এগিয়ে নেন। এই গোল করে তারা রিয়ালকে গোল করা থেকে আটকানোতে মনযোগ দেয়।
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে গেতাফে। আর ম্যাচ হারলেও টেবিলের শীর্ষেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪৬ পয়েন্ট।
একনজরে ফলাফল:
মায়ার্কো (০)-(১) বার্সেলোনা
লিভারপুল (২)-(২) চেলসি
রিয়াল (০) -(১) গেতাফে