ম্যান সিটি থেকে বার্সায় তোরেস
আর্থিক টানাপোড়েন আর সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশায় ডুবে থাকা বার্সেলোনা শিবিরে খানিক স্বস্তি মিলেছে এবার। ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দিয়েছেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস।
মঙ্গলবার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ফেরান তোরেসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কতৃপক্ষ। পাঁচ বছরের জন্য কাতালানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ৫৩৫ কোটি টাকায় আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যুতে স্থায়ী হচ্ছেন তিনি। তবে তার বাই আউট ক্লজ রাখা হয়েছে এক বিলিয়ন বা ১০০ কোটি ইউরো।
ম্যান সিটির ডিরেক্টর তোরেসকে নতুন ক্লাবে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে সে যা যা অর্জন করেছে, সেসবের জন্য ফেরান গর্বিত হতে পারে। আমরাও গর্বিত। তোরেস সবসময়ই নিজের শতভাগ দিয়েছে, দলের জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছে ‘
ফেরান তোরেস এর ফুটবল ক্যারিয়ার শুরু হয় ঘরের ক্লাব ভ্যালেন্সিয়ায়। সেখান থেকে ২০২০ সালে ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ১৬ গোল করেন এই ফরোয়ার্ড। আর স্পেন জাতীয় দলের হয়ে ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২২ ম্যাচে তোরেস গোল করেছেন ১২টি।