বাংলাদেশের লজ্জার রেকর্ডে ভাগ বসালো ইংলিশরা
অ্যাশেজের প্রথম দুই টেস্টের মত তৃতীয় টেস্টেও দাপুটে জয় অস্ট্রেলিয়ার।স্কট বোল্যান্ডর আগুনঝরা বোলিংয়ে মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। আর তাতেই এক বছরে সবচেয়ে বেশি টেস্ট হারের রেকর্ডে যৌথভাবে বাংলাদেশের পাশে নাম লেখাল ইংল্যান্ড।
২০০৩ সালে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৯টি টেস্ট হেরেছিল বাংলাদেশ দল। বক্সিং-ডে টেস্টে হেরে সেই রেকর্ডের অংশীদার এখন ইংল্যান্ডও। তবে ২০০৩ সালে ৯টি টেস্টের মধ্যে ৯টি ই হারে বাংলাদেশ দল। বিপরীতে ইংল্যান্ড এ বছর ১৫ টেস্ট খেলে হারল ৯টিতে।
১৯৯৩ সালের পর টেস্ট ক্রিকেটে এত বাজে সময় কাটাল ইংল্যান্ড। ওইবার ১০ টেস্টে ৮টি হেরেছিল ইংলিশরা। ইংল্যান্ড এই বছর সবথেকে বেশি টেস্ট হেরেছে ভারতের কাছে। ৯টি টেস্টের ৫টি হার ভারতের সঙ্গে।