পুরান-শাই হোপের নেতৃত্বে পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ
গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন কাইরন পোলার্ড। সেই ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন পাকিস্তান সফরে যেতে পারবেন না ক্যারিবিয়ান এই সাদা বলের অধিনায়ক।
সীমিত ওভারের নিয়মিত এই অধিনায়ক না থাকায় পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। আর ওয়ানডেতে দিবেন শাই হোপ।
পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। সব ম্যাচ হবে করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ দল (ওয়ানডে) :
শাই হোপ (অধি.), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ দল (টি-টোয়েন্টি) :
নিকোলাস পুরান (অধি.), শাই হোপ (স.অধি.), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ব্র্যান্ডন কিং, আকিল হোসেন, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, রভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।