গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আলো স্বল্পতার কারনে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়। প্রথম দিন কম ওভার হওয়ার কারণে আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল রোববার দ্বিতীয় দিনের খেলা।
কিন্তু তা আর হলো না। সাড়ে ৯টায় পিচ ছিল কভারে ঢাকা। শেষ খবর পাওয়া পযর্ন্ত, দুপুর ১২টা ১০ মিনিটে লাঞ্চ বিরতি শেষে খেলা শুরু হওয়ার কথা থাকলেও কখন যে খেলা শুরু হবে, বলা মুশকিল। শুরু হলেও স্বস্তিতে খেলা হবে কি না তাও নিশ্চিত নয়।
এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছে আজহার আলী।