জয়ে কোচ আর্থারকে বিদায় দিলো শ্রীলঙ্কা
ক্যারিবিয়ানদের বিপক্ষে দেশের মাটিতে লঙ্কানদের টেস্ট সিরিজ ছিল তাদের প্রধান কোচ মিকি আর্থারের শেষ ম্যাচ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে হারিয়ে মিকি আর্থারকে এক দারুণ উপহার দিল শ্রীলঙ্কা দল।
৮ উইকেটে ৩২৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা লঙ্কানরা ৯ উইকেটে ৩৪৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ২৬২ বলের মোকাবেলায় ১৫৫ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা।
গল টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৯৭ রান। তবে স্বাগতিকদের স্পিন ভেলকিতে কাবু হয়ে মাত্র ১৩২ রানে গুটিয়ে গিয়েছে সফরকারীরা। পাঁচটি করে উইকেট নিয়েছেন দুই লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিস। ক্যারিবিয়দের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন এনক্রুমা বোনার। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইট ওয়াশ করল স্বাগতিক শ্রীলঙ্কা।
লঙ্কানদের প্রধান কোচ হিসেবে এটিই ছিল আর্থারের শেষ ম্যাচ। সিরিজ জয় শেষে তাই বাড়তি সম্মান দেওয়া হয়েছে আর্থারকে। খেলোয়াড় থেকে সমর্থক সবাই অভিবাদন জানিয়েছেন প্রখ্যাত এই কোচকে।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন রমেশ মেন্ডিস।
এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা।