রানার হ্যাটট্রিকের পরও কাঁদতে হল নোয়াখালী এক্সপ্রেসকে। প্রতি মুহূর্তে বদলাতে থাকা দৃশ্যপটের রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের দ্বিতীয় দিন।
জয়ের জন্য সিলেট টাইটান্সের প্রয়োজন তিন ওভারে ২৪ রান। ১৮তম ওভারে মেহেদী হাসান রানার ৫ রানে হ্যাটট্রিকে নীরব হয়ে যাওয়া সিলেটের গ্যালারি শেষ ওভারে হয়ে উঠল উৎসবমুখর।
শেষ ওভারে ১৩ রানের সমীকরণ, যা শেষ বলে নেমে এসেছিল ১ বলে ২ রানে— সেটা যে মিলে গেছে দলটার!
জয়ের কৃতিত্বটা অবশ্য ইথান ব্রুকসেরই বেশি। সাব্বির হোসেনকে ছক্কা ও চার মেরে কাজটাকে সহজ করে দিয়েছিলেন তো তিনিই।
কিন্তু পঞ্চম বলে তিনি রানআউট হওয়ার পর আবার নাটকীয়তা। ১ বলে ২ রানের সমীকরণ মিলেছে সাব্বিরের দেওয়া ওয়াইড আর শেষ বলে লেগ বাই থেকে।
আর শেষ বলে অতিরিক্ত খাত থেকে পাওয়া ২ রানেই নোয়াখালী এক্সপ্রেসের ১৪৩ রান ১ উইকেট হাতে রেখে টপকেছে সিলেট টাইটানস।


