বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সাব্বিরের ক্যামিওতে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করল ঢাকা ক্যাপিটালস। আসরের প্রথম ম্যাচ জিতে প্রয়াত কোচকেই জয় উৎসর্গ করল ঢাকা।
ঢাকা ক্যাপিটালসের জন্য ম্যাচটি ছিল শোকের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি।
এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
এমন আবহের ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে ঢাকা। সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিওতে তারা রাজশাহীকে হারিয়েছে ৫ উইকেটে, ৭ বল হাতে রেখে।



