খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫

বিপিএল শুরুর দিনেই হবে ছোট পরিসরের উদ্বোধনী আয়োজন

বিপিএল

নিরাপত্তা শঙ্কায় এরই মধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তাই বলে নতুন মৌসুমের শুরুটা একদম আয়োজন শূন্য রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচের দিন রাখা হবে ছোট পরিসরের আয়োজন। 

সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। এর আগে ঢাকায় আগামী ২৪ তারিখ হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠান।
তবে দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ছোট পরিসরের আয়োজন হবে।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে এই কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

‘আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ তারিখে ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।’

বিপিএল শুরুর দিনেই হবে ছোট পরিসরের উদ্বোধনী আয়োজন

তিনি বলেন,

‘বাংলাদেশ দল (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) চলে যাবে জানুয়ারির শেষে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫–তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।’

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। এর আগে আসরের উদ্বোধন ঘোষণা করা হবে।

সেই আয়োজনে কী কী থাকবে তাও জানিয়েছেন মিঠু,

‘মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন।
আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য।

মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই।
দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুমার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।’ 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy