১৩ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো ধসিয়ে দিয়ে শিরোপা জিতল পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল।
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে একেবারে একতরফা ম্যাচে পাকিস্তানের করা ৩৪৮ রান তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই অলআউট ১৫৬ রানে।
১৯১ রানের বিশাল ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো (১৩ বছর পর) এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিল পাকিস্তান।
যুব এশিয়া কাপের ফাইনালে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ জয়।
ওপেনার সামির মিনহাসের রেকর্ড ১৭২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের যুবারা ৮ উইকেটে ৩৪৭ রান তোলে।
সামিরের ইনিংসটি যুব ওয়ানডেতে পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ। যুব ওয়ানডের স্বীকৃত পাওয়া এশিয়া কাপের ম্যাচগুলোতেও এটি ব্যক্তিগত সর্বোচ্চ।
সামির ভাঙলেন এবারই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের বৈভব সূর্যবংশীর গড়া ১৭১ রানের রেকর্ড।



