খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫

সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখান করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্রিকেটার ও কোচ চেয়েছিল সৌদি আরব। সৌদির সেই প্রস্তাব প্রত্যাখান করেছে বিসিবি।
সম্প্রতি ফুটবলের মতো ক্রিকেটেও নিজ দেশের উন্নয়নে আদা জল খেয়ে মাঠে নেমেছে সৌদি আরব।
সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় উপমহাদেশ এবং আশপাশের দেশগুলো থেকে ক্রিকেটার নিয়ে নিজ দেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর চেষ্টা করতে চাইছে সৌদি আরব।
সেই কারণে তাদের চিন্তায় ছিল বাংলাদেশও, কিন্তু ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সম্মতি দেয়নি। 

বিসিবি থেকে ক্রিকেটার এবং কোচ চেয়েছে সৌদি আরব। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাতে রাজি হয়নি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি।

‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব।

সৌদির প্রস্তাব প্রত্যাখান করার কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকবাজকে বিসিবি প্রধান বলেছেন,

‘সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল, তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সঙ্গে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজ দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?’

আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরব জায়গা পাওয়ার লক্ষ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর দিকে তাকিয়ে আছে।
বিশেষ করে সেসব দেশের ইমার্জিং বা উদীয়মান ক্রিকেটারদের চায় তারা। একই কৌশল অবলম্বন করে দল গড়েছিল আরও দুই দল।

সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখান করেছে বিসিবি
সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট কাঠামো ও জাতীয় দল গড়েছে। একই পথে হাঁটার পরিকল্পনা সৌদির।

বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি অবস্থান তৈরির পাশাপাশি প্রভাব বিস্তারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে নেমেছে। সেই লক্ষ্যে শুধু ক্রিকেটেই নয় তারা এলআইভি গলফ, ফর্মুলা ওয়ানে বিনিয়োগ করেছে বড় অঙ্কে।

এ ছাড়া দেশটির ক্লাব ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও করিম বেনজেমাদের রেকর্ড ট্রান্সফারে সাইনিং করার বিষয় তো বলাই বাহুল্য।
২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া সৌদি।

এবার আইসিসি ও এসিসির কৌশলগত সমর্থন নিয়ে ক্রিকেটে তাদের পদচারণা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy