বিপিএলের লিগ পর্বে প্রতিদিন একই মাঠে হবে দুটি করে ম্যাচ। দুটি ম্যাচই দেখা যাবে এক টিকিটে। আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া বিপিএলের ম্যাচের সব ধরনের টিকিটের দাম আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর, শুক্রবার।
আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। এদিন বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে।
সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই।
সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার।

