হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন বুনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশের যুবারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা সঠিক কক্ষপথেই ছিল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার যুবারা।
ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। পাকিস্তানি যুবারা ৮ উইকেট এবং ৬৩ বল হাতে রেখে পেরিয়ে গেছে এই রান।
গত বছর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শিরোপা–স্বপ্নের শেষ ধাপে পৌঁছেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
এবারও ফাইনালের পথে বাধা হয়েছিল তারা। আগেরবারের পুনরাবৃত্তি তো দূরে থাক, এবার লড়াইটুকুও করতে পারেনি আজিজুল হাকিমের দল।
আজ দুবাইয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।


