১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। এই সিরিজ দিয়েই ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়।
আজ সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ম্যাচগুলো হবে উত্তরবঙ্গের দুই ভেন্যু বগুড়া ও রাজশাহীতে।
কেবলই আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এবার বাংলাদেশ যুবাদের সামনে আফগান–চ্যালেঞ্জ।
২০ অক্টোবর ঢাকায় পা রাখবেন আফগান যুবারা। দলটি সেদিনই বগুড়ায় যাবে। ২৮ ও ৩১ অক্টোবর সেখানে প্রথম দুটি ওয়ানডে হবে।
এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল।
প্রথমবার তারা এসেছিল ২০১৬ সালে যুব বিশ্বকাপ খেলতে। ২০১৮ সালে খেলে গেছে যুব এশিয়া কাপ। আর ২০১৭ ও ২০২১ সালে এসেছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে।
সিরিজ সামনে রেখে বর্তমানে রাজশাহীতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।


