৬ অক্টোবর প্রথমবার পাঁচ তারকা হোটেলে বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার তফসিল ঘোষণা করেছে বিসিবি।
চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে।
এরপর আজ আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি উল্লেখ করা হয়েছে।
তবে আসন্ন নির্বাচনে নতুন করে একটি বিষয় সামনে এসেছে, যা আগে কখনো হয়নি। এবারের নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে থাকছে একটি পাঁচতারকা হোটেল।
বিসিবির সবশেষ দুই নির্বাচন মিরপুরের শের-ই বাংলায় বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই নির্বাচন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে।
এবারই প্রথম কোনো হোটেলে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ছয়টায় পরিচালকদের ফলাফল জানানো হবে।
এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সভাপতি এবং সহ-সভাপতি পদের নির্বাচন। যার ফলাফল একইদিনে রাত ৯টায় জানা যাবে। বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল:
- ২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
- ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
- ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি
- ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
- ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল
- ২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
- ৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
- ১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা
- ৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ, নির্বাচন এবং ফলাফল
বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে।
বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে।
বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।
এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে।
এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

