বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল দলের দলনেতা মনোনীত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সিজেকেএস সাবেক নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল কমিটির চেয়ারম্যান, এন স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর।
তিন বছর পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
দুইদিনের (সিনিয়র ফুটবল ট্রায়াল) বাছাই কার্যক্রমের মাধ্যমে ৩৪ জন ফুটবলার নিয়ে চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠন করা হয়েছে।
প্রথম রাউন্ডে চট্টগ্রাম জেলা ফুটবল দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী জেলা দল। খেলাটি ১০ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৩০ আগস্ট মুন্সিগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ ফ্লা. লে.মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ -এর যাত্রা শুরু হয়েছে।
টুর্নামেন্টটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দেশের ৬৪ জেলা ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে।
- প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।
- দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে।
প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চুড়ান্ত পর্বে উন্নীত হবে। এরপর-
- চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব সিক্সটিনের খেলা
- কোয়ার্টার ফাইনাল ৪টি
- সেমিফাইনাল ২টি খেলা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ১১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

