খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫

তিন গোল বাতিলের পরও রিয়ালের শতভাগ জয়ের ধারা অব্যাহত

রিয়াল মাদ্রিদ ২: ১ মায়োর্কা

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়ে তিন গোল বাতিল পরও লা লিগায় রিয়ালের শতভাগ জয়ের ধারা অব্যাহত রয়েছে। শুরুতে আচমকা গোল হজমের ধাক্কা সামলে ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। 

মরে হাত দিয়ে ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ততক্ষণে শেষ বাঁশি বেজেছে। মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে।
আর রিয়ালের জয়টাও পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে। তবু যেন এমবাপ্পের মনের মতো ম্যাচটা হয়নি।

এমন না যে ভালো খেলেননি। মায়োর্কার বক্সে কিছু মুভ ছিল স্ফুলিঙ্গের মতো।
গোল করার অভ্যাসটাও সঙ্গে ছিল;এই ম্যাচের আগে লা লিগায় রিয়ালের সর্বশেষ ১৫ গোলের ১২টাই তাঁর।

মায়োর্কার বিপক্ষে অভ্যাসটা আরও পুষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক। এমবাপ্পেও চেষ্টার কমতি রাখেননি।
সার্জনের মতো দক্ষতায় লক্ষ্যভেদ করেছেন দুবার। কিন্তু গোল হয়নি। দুবারই অফসাইডের ভুল খুঁজে পেয়েছে বেরসিক ভিএআর।
লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোলবঞ্চিত থাকতে হয় এমবাপ্পেকে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy