চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিবন্ধন কার্যক্রম শুরু
বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়ে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ২০২৫ এর ক্রিকেটার নিবন্ধন কার্যক্রম। আজ (১৬ আগস্ট, শনিবার) বিকাল ৪টায় নগরীর ২নং গেটস্থ চট্টটার্ফে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্রিকেটার নিবন্ধন কার্যক্রম।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ থেকে শুরু হতে চলেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ২০২৫ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজকবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের অন্বেষণ কার্যক্রম শুরু করেছেন।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ টুর্নামেন্টটির আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টস্।
আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উক্ত ক্রিকেটার নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন ফজলে দাইয়ান, ফাইজান খান, শাহরিয়ার জামী, ফারদিন খান ও ফজলে আরিয়ান।
এই প্রতিভাবান ক্রিকেটার নিবন্ধন অনুষ্ঠানে চট্টগ্রামের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি প্রথম শ্রেণির বেশকিছু ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
তন্মধ্যে ইরফান শুক্কর, শাহাদাত হোসেন দিপু, সাজ্জাদুল হক রিপন, রনি চৌধুরী, ইমরুল করিম, ইফতেখার সাজ্জাদ রনি, তারেক কামাল, রুবেল, বেল্লাল আহমেদ, তন্ময় দিপ্তু এর নাম উল্লেখযোগ্য।
বিকালে ক্রিকেট নিবন্ধন কার্যক্রমে যোগ দেয়া ক্রিকেটারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকেই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন।
চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে প্রাণ ফিরিয়ে আনতে এবং ক্রিকেটারদের ক্রিকেটের প্রতি মননিবেশ বাড়াতে এই উদ্যোগকে স্বাগত জানান তারা।
আজ থেকে শুরু হওয়া এই ক্রিকেটার নিবন্ধন কার্যক্রমটি ২৩ আগস্ট (শনিবার) ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের পাশাপাশি ওয়াসা মোড়ে অবস্থিত স্পোটর্স বাস্কেট -এ চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।