খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫

হারের পর এএফসি বাছাইপর্বে বাংলাদেশের সমীকরণ

সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয়টা অনেকটা প্রয়োজন ছিল বাংলাদেশের। শুধু এএফসি বাছাইপর্বে টিকে থাকার লড়াই নয়, দলে নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলারদের ঘিরে গড়ে উঠেছিল বাড়তি প্রত্যাশাও। কিন্তু সব প্রত্যাশার দেয়াল ভেঙে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে লাল-সবুজ শিবিরে।
সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রায় ১৮ হাজার সমর্থকের সামনে বাংলাদেশ হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

বাছাইপর্বে গ্রুপ-সি তে এখনও বাকি আছে ৪ ম্যাচ।

বাংলাদেশের পরের মিশন হংকং। তবে ৪ ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে।

আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না হ্যাভিয়ের ক্যাবরেরাকে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের জন্য সামনের দিনগুলোতে বেশ বড় একটা পরীক্ষা দিতে হচ্ছে সেটা নিশ্চিত।

 

২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর।
পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ১৬।

হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

হারের পর এএফসি বাছাইপর্বে বাংলাদেশের সমীকরণ

অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান ১৩।

বাকি থাকা ৪ ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে, সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে।

সেই উইন্ডতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা-সামিতের বাংলাদেশ। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।

তবে আপাতদৃষ্টিতে বাংলাদেশের সব ম্যাচেই জয় দরকার নিজেদের অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে। সেক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়াবে বাংলাদেশের বিপক্ষে। তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে ১৩ তে।

এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দলই ১৩ পয়েন্ট করে অর্জন করলে হিসেব হবে টাইব্রেকারের ভিত্তিতে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy