টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে সাড়ে ১৩ কোটি টাকা
আর মাত্র দিন কয়েক পরেই মরুর বুকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। এরই মধ্যেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার বা প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা। অন্যদিকে রানার্স-আপ দল পাবে এর অর্ধেক, অর্থাৎ ৮ লাখ ডলার।
সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য বরাদ্দ থাকছে ৫.৬ মিলিয়ন ডলার। যা অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
অন্য দিকে আইসিসির ঘোষিত প্রাইজমানির তালিকা অনুসারে, বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবকয়টি ম্যাচ জিতলে বাংলাদেশ দল পাবে ১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকবে ৪০ হাজার ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।