খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৫ই এপ্রিল ২০২৫

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে যা জানালেন ফারুক

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নতুন টি-টোয়েন্ট অধিনায়ক প্রসঙ্গে কথা বলেন।

গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তবে নতুন করে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব কে পাচ্ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন,

‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’

আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকে পরিকল্পনা করবে বিসিবি। সেজন্য ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায় বিসিবি। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে ফারুক বলেন,

‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই।

ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন,

‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে।

আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে যা জানালেন ফারুক
টি-টোয়েন্টি নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারী।

 

সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই অধিনায়কত্ব করেছেন। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারী।

বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে দিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের ক্রিকেটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল?

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy