খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৩রা আগস্ট ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তই বেস্ট পারফরমার, বিশ্বাস আশরাফুলের

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্তই বেস্ট পারফরমার বলে মনে করছেন।

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবেলা করবে টাইগাররা।

আসন্ন এই টুর্নামেন্ট উপলক্ষ্যে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবারের বাংলাদেশ দল নিয়ে বেশ আশাবাদী। রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,

‘প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা জিতেছি। এমন না যে তাদের আমরা কখনো হারায়নি।
বড় মঞ্চে তাদেরকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়নস ট্রফিতে হারিয়েছি। আমাদের ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও।
এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দেবেই। আমাদের সবাইকে ভালো ক্রিকেটটাই খেলতে হবে প্রতিটা বিভাগেই।’

চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তই বেস্ট পারফরমার, বিশ্বাস আশরাফুলের

সম্প্রতি রান খরায় ভুগছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যা দেখা গেছে সবশেষ বিপিএলেও। ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে আশরাফুলের দাবি চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তই বেস্ট পারফরমার, ভালো খেলবেন তিনি।

আশরাফুল বলছিলেন,

‘অনেকে হয়তো ভাবছেন যে শান্ত খেলতে পারিনি, হয়তোবা কি হবে। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো শান্তই পারফরম্যান্স করতে পারবে এই চ্যাম্পিয়নস ট্রফিতে। এই সময়টাতে সে আলাদা করে ওয়ানডে ক্রিকেটের জন্য প্রিপারেশন নিয়েছে। যেভাবে ওয়ানডে খেলতে হবে সেভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড-এই তিন দলের কাছেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি এশিয়ার কন্ডিশনে হলেও সাম্প্রতিক পারফরম্যান্স যে বাংলাদেশের পক্ষে কথা বলছে না। এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই টাইগারদের।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy