খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

১৫০ রানে থামলো নিউজিল্যান্ড, মার্ক চ্যাপম্যান একাই করলো ‘৮১’

নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত নিউজিল্যান্ড।

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৯০ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড থামল ১৫০ রানে। যার মধ্যে ৮১ রান একাই করলেন মার্ক সিনক্লেয়ার চ্যাপম্যান। একপেশে হারের পরও সিরিজের ট্রফি অবশ্য নিউজিল্যান্ডের হাতেই উঠেছে। আগের দুই ম্যাচ জিতেই যে নিশ্চিত হয়েছিল সিরিজ জয়।

অকল্যান্ডে নিয়মরক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯০ রান জড়ো করে লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে। এছাড়া অর্ধশতক হাঁকান কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে। ৪৬ রান করেন কামিন্দু মেন্ডিস। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি চারটি এবং মিচেল স্যান্টনার দুটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ২১ রানের মধ্যে পতন ঘটে ৫ উইকেটের। তবে প্রতিরোধ গড়ে তোলেন চ্যাপম্যান। যদিও তাকে সমর্থন যোগাতে পারেননি সতীর্থরা।

ছবিঃ সংগৃহীত

স্রোতের বিপরীতে খেলে ৮১ বলে ৮১ রান করেন বাঁহাতি অলরাউন্ডার, হাঁকান দশটি চার ও একটি ছক্কা। শেষপর্যন্ত তিনিও আউট হয়ে গেলে ২৯.৪ ওভারে ১৫০ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস, শ্রীলঙ্কা পায় ১৪০ রানের জয়।

শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো, মাহিশ থিকশানা ও এশান মালিঙ্গা তিনটি করে উইকেট শিকার করেন। আসিথা পান ম্যাচ সেরার পুরস্কার, সিরিজ সেরা হয়েছেন ৯ উইকেট শিকার করা ম্যাট হেনরি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy