অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ১৬ বছরের ফারহান
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নিয়েছেন ফারহান আহমেদ। নটিংহ্যামশায়ারের এই অফ স্পিনার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
ট্রেন্ট ব্রিজে গতকাল বৃহস্পতিবার তিনি এই ম্যাচ খেলতে নামেন ১৬ বছর ১৮৯ দিন বয়সে। তাতে নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যান ফারহান।
ম্যাচের প্রথম দিন ৪ উইকেট শিকার করেন ফারহান। দ্বিতীয় দিনে পেয়েছেন আরও তিন উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিতে পারেননি আর কেউ।
কাউন্টিতে অভিষেক হলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে ফারহানের অবশ্য এটি প্রথম ম্যাচ নয়। বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এই মাসের মাঝামাঝি তার প্রথম শ্রেণির অভিষেক হয় ইংল্যান্ড লায়ন্সের হয়ে। চার দিনের ওই ম্যাচে এক ইনিংসে বোলিং করে তিনি নেন ৩ উইকেট।