বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জয়ের ফিফটি, ব্যর্থ মুশফিক-মুমিনুল
ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে পাকিস্তানের বোলারদের সামনে। ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া বাকিরা কেউ দলের হয়ে হাল ধরতে পারেননি।
জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিমও থেমেছেন অল্পতে। ২০ বলে ১১ রান করেন মুমিনুল। অন্যদিকে মুশফিক ৪৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। এত প্রতিকূলতার মাঝে দারুণ ধৈর্যশীল ব্যাটিং করেছেন জয়। এক প্রান্ত আগলে রেখে ১৯৪ বলে ৬৫ রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি। বাকিদের মুমিনুল-মুশফিক ছাড়া দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন কেবল রেজাউর রহমান রাজা, ৩০ বলে করেছেন ১০ রান। ৪৪.৩ ওভারের খেলা শেষে মাত্র ১২২ রানেই প্রথম ইনিংস শেষ হয় ‘এ’ দলের।
পাকিস্তান শাহীনসের হয়ে ৩টি করে উইকেট নেন নাসিম শাহ এবং মির হামজা।
শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে বিনা উইকেটে ২ রান তুলেছে পাকিস্তান শাহীনস। ওপেনার সাইম আইয়ুব ২ রান করে ক্রিজে টিকে আছেন। এখনও বাংলাদেশের চেয়ে ১২০ রানে পিছিয়ে আছে পাকিস্তান শাহীনস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (জয় ৬৫, জাকির ০, এনামুল ৭, মুমিনুল ১১, মুশফিক ১৪, শাহাদাত ০, নাঈম ০, তানজিম ৫, রেজাউর ১০, মুরাদ ০, হাসান ২; নাসিম ৮.৩-১-২৪-৩, হামজা ১১-৩-৩৩-৩, আলি ১১-৬-১৪-১, উমার ৩-২-৪-১, রামিজ ১১-২-৪১-২)
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০*; হাসান ১-০-২-০, তানজিম ১-০-১-০)