লঙ্কান সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকস
হ্যামস্ট্রিং চোটে পড়েছেন বেন স্টোকস। বাকি ইংলিশ গ্রীষ্মে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার। আর মাত্র এক সপ্তাহ পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। দ্য হানড্রেডে ব্যাট করার সময় বাঁ পায়ে চোট পান স্টোকস। এরপর তার স্ক্যানের রিপোর্ট বের হওয়ার পর নিশ্চিত হওয়া যায়, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না ৩৩ বছর বয়সি এই ইংলিশ ক্রিকেটার।
মঙ্গলবার (১৩ আগস্ট) ইসিবি এক বিবৃতিতে স্টোকসের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে। তার পাশাপাশি স্টোকসকে শুভ কামনাও জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। আগামী ২১ আগস্ট ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
স্টোকসের ইনজুরির সমস্যা অনেকদিন ধরেই। যার কারণে অলরাউন্ডার হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তিনি বোলিং করছেন না। এরই মাঝে সোমবার (১২ আগস্ট) দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের ম্যাচে চোট পেয়ে অশ্রুভেজা চোখে মাঠ ছাড়েন ইংলিশ এই অধিনায়ক। তাতেই বোঝা যাচ্ছিল, চোটটা বেশ গুরুতর।
এদিকে স্টোকস না থাকায় ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ। বিবৃতিতে ইসিবি বলছে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় অধিনায়কের ভূমিকায় থাকবেন পোপ।
লঙ্কানদের বিপক্ষে স্টোকস না থাকায় তার বদলি কে যুক্ত হবেন দলে তা এখনও জানায়নি ইসিবি। ধারণা করা হচ্ছে, স্টোকসের অনুপস্থিতিতে টেস্টে অভিষেক হতে পারে জর্ডান কক্সের। একাদশে জায়গা পেলে তাকে ৬ নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে।