নিউক্যাসলের বিপক্ষে সিটির দারুন জয়
সেইন্ট জেমস পার্কে শনিবার (১৩ জানুয়ারি) স্বাগতক নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩৭ মিনিটের মধ্যেই ২-১ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর কেভিন ডি ব্রুইনা মাঠে নেমে শেষ আধাঘণ্টার জাদুকরী পারফরম্যান্সে দলকে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় এনে দিয়েছেন। সিটির পক্ষে বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা ও অস্কার বব গোল তিনটি করেন। নিউক্যাসলের পক্ষে অ্যালেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডন গোল করেন।
প্রথমে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। প্রতি-আক্রমণে ১৩৯ সেকেন্ডের মধ্যে আলেকসান্দার ইসাক ও অ্যান্থনি গর্ডনের দুই গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৭৪তম মিনিটে সমতা ফেরানোর পর ববের গোলে অবদান রাখেন ডে ব্রুইনে। প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচে নায়ক সৃষ্টিশীল মিডফিল্ডার।
চোট থেকে ফেরার পর কালই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। তা-ও এমন সময়ে, যখন দল রীতিমতো হারের শঙ্কায় কাঁপছিল। কিন্তু ডি ব্রুইনা নিজের অপরিহার্যতা প্রমাণে সময় নিলেন মাত্র ৫ মিনিট। দুর্দান্ত এক ফিনিশিংয়ে সমতায় ফেরান দলকে। এটুকুতেই থামেননি। যোগ করা সময়ের শুরুতে দারুণ গোল করান ২০ বয়সী অস্কার ববকে দিয়েও। ডি ব্রুইনার কল্যাণেই শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে সিটি। ম্যাচের পর তাই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডি ব্রুইনা। আর দলের এই তারকা মিডফিল্ডারকে পেয়ে নতুন করে শিরোপা স্বপ্ন দেখার কথা বলেছেন কোচ পেপ গার্দিওলাও।
এই জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে সিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। টানা চতুর্থ ম্যাচে হারা নিউক্যাসল ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
এদিকে দিনের আরেক খেলায় চেলসি ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন কোল পালমার। এই জয়ে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠেছে ব্লুরা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ফুলহ্যাম।