জয় দিয়ে বছর শুরু করলো লিভারপুল
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করে গেছে লিভারপুল। কতটা দাপট দেখিয়েছে, তা ফুটে উঠছে পরিসংখ্যানেও। পুরো ম্যাচে গোলের জন্য ৩৪টি শট নিয়েছে দলটি, তার মধ্যে লক্ষ্যে ছিল ১৫টি। বিপরীতে, নিউক্যাসল কেবল পাঁচটিই শট নিতে পারে।
লিভারপুল সোমবারের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ৪-২ জয় পেল, এ সফলতা তাদের দলকে প্রিমিয়ার লীগে এক নতুন রেকর্ড দেয়ায়। ঘরের মাঠে ২২ ম্যাচে অপরাজিত রয়েছে লিভারপুল, এবং দলটির কোচ ইয়ুর্গেন ক্লপও মুগ্ধ দলের খেলায় বলেছেন, ‘আমার দল অসাধারণ খেলেছে। যে গোলগুলো খেয়েছি, সেগুলো বাদ দিলে এ ম্যাচের অনেক কিছুই আমার মনের মতো হয়েছে।’
আক্রমণের ঢেউ তুলে প্রথম ৩০ মিনিটেই গোলের জন্য ১৪টি শট নেয় লিভারপুল, যদিও এর কেবল তিনটিই লক্ষ্যে রাখতে পারে তারা। প্রবল চাপ সামলে মাঝেমধ্যে নিউক্যাসল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও পারছিল না।
২০ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা।
এ ম্যাচের জয়ের নায়ক সালাহর জন্য শুধু এরপর আফসোস করতে পারে লিভারপুল। আফ্রিকা কাপ অব নেশনসে মিসরের হয়ে খেলতে যাচ্ছেন লিভারপুল ফরোয়ার্ড। নেশনস কাপের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। সালাহর মিসর ফাইনালে উঠলে লিগ, এফএ কাপ ও কারাবাও কাপ মিলিয়ে ৮টি ম্যাচে সালাহকে পাবে না লিভারপুল। এটি লিভারপুল ফ্যানদের জন্য একটি আফসোসের সময় হতে পারে।