দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে ভারতীয় বোলারদের সতর্ক করলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ : ডোনাল্ড
কেপটাউনের ব্যাটিং বান্ধব উইকেটে ভারতীয় পেসারদের সৃজনশীলতার পরীক্ষা হবে ।
সফরকারীদের সিরিজে ফিরতে হলে কেপটাউনে দ্বিতীয় এবং শেষ টেস্টে দৃঢ় প্রতিরোদ করতে হবে। এবারের চ্যালেঞ্জ সহজ হবে না, এটি মনে করেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড।
তিনি জানাচ্ছেন, ‘কেপটাউনে ব্যাটিং বন্ধব উইকেটে ভারতীয় পেসারদের সৃজনশীলতার পরীক্ষা হবে। উইকেট এখানে ফাঁটা হবে, তাই সেখানে উইকেট নিতে গিয়ে ভারতীয় বোলারদের সবচেয়ে সৃজনশীল হতে হবে।’
সেঞ্চুরিয়নে ভারতীয় বোলাররা বেশি তাড়াহুড়ো করেছেন বলে মনে করেন ডোনাল্ড, বুমরাহ সহ সব ভারতীয় বোলাররাই অতিরিক্ত কিছু করার আশায় তাড়াহুড়ো করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে তারা খুব তাড়াতাড়ি শর্ট বল করেছে এবং তাতে লাইন এবং লেন্থ নিয়ে তাদের সমস্যায় পড়েছে। সেইসাথে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা স্কয়ার লেগ এবং অফ সাইডে চাপ দিয়ে এই তাড়াহুড়োতে উপকৃত হয়েছে। কেপটাউনের ব্যাটিং বান্ধব উইকেটে খেলার সময় বোলারদের কাছে উইকেট অধিক সহজ হতে সময় লাগতে পারে ।