পিএসএলের নবম আসর পাকিস্তানেই
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর নবম আসর দেশের বাইরে হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো আঞ্চলিক সরকারের মতানৈক্যর কারণে। সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ভেন্যুর তালিকায় ভাবা হচ্ছিল, তবে শেষপর্যন্ত পিএসএলের নবম আসর পাকিস্তানেই হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি লাহোরে প্রথম ম্যাচ দিয়ে শুরু হতে পারে টুর্নামেন্টটি। তবে কনকনে শীত ও কুয়াশার কারণে এই ভেন্যু নিয়ে আপত্তি আছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে।
পাকিস্তানের একাধিক সংবাদ জানিয়েছে, দেশটির চার প্রধান শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে পিএসএলের নবম আসর। ভেন্যু হিসেবে পেশোয়ারকে যুক্ত করতে চাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। তবে পেশোয়ারের ভেন্যুর সংস্কারকাজ চলায় শেষপর্যন্ত তা নাও থাকতে পারে পিএসএলের এবারের আসরের ভেন্যুর তালিকায়।
আগামী ১৩ ডিসেম্বর পিএসএলের ড্রাফট। ওইদিনই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা রয়েছে। রমজান মাসের কথা মাথায় রেখে এক দিনে দুই ম্যাচ আয়োজন নিয়ে এবার বেশ ভাবতে হবে আয়োজকদের। এদিকে দর্শকের সমাগমের বিষয়টিও রাখতে হচ্ছে মাথায়।