খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬

ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

২০২৬ সালের ৩ জানুয়ারি ‎‎কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণ শুরু করে ফিফা বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসেবে সোনালি ট্রফিটি এক দিনের জন্য ১৪ জানুয়ারি, বুধবার ঢাকায় আসছে।
এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা।

এর আগেও তিনবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপের ট্রফি।

সেই তিনবারের মতো এবারও বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখা ও ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

‎বিশ্বব্যাপী এ সফরের অংশ হিসেবে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ৩০টি ফিফা সদস্যদেশে যাবে। ১৫০ দিনের বিশ্বভ্রমণে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি থামবে ৭৫টি জায়গায়।

২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এ বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা।
সাধারণ মানুষদের মধ্যে সেই ক্যাম্পেইনের বিজয়ীরাই শুধু এ ট্রফি কাছ থেকে দেখতে পারবেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy