বিশ্বকাপের টিকিট পেতে প্রথম দিনেই ১৫ লাখ আবেদন
ফিফা বিশ্বকাপের এখনো বাকি ৯ মাস, তবে এরই মধ্যে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা চলছে ফুটবলের এই মহোৎসবকে ঘিরে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন। ২৪ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন (১৫ লাখ) ছাড়িয়েছে গেছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কেনার লটারিতে আবেদন জমা পড়েছে রেকর্ডসংখ্যক।
আর তাতে সবার চেয়ে এগিয়ে আছে বিশ্বকাপের তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন আয়োজক দেশের পরের অবস্থানটি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।


