খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

বিসিবির নির্বাচন প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

সবকিছু ঠিক থাকলে ৪ অক্টোবর  অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। গত মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। এরই মাঝে আবার হুমকি পাওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে তামিম ইকবাল, ফারুক আহমেদদের অংশগ্রহণে রোমাঞ্চকর নির্বাচন হতে যাচ্ছে।

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বুলবুল জানিয়েছেন, ওয়ানডে ইনিংস খেলতে চান তিনি।
মূলত যেসব কাজ শুরু করেছেন সেগুলো ভালোভাবেই এগিয়ে চলেছে। তাই সেই ধারা অব্যাহত রাখতেই নির্বাচন করার কথা ভেবেছেন বুলবুল।
এ ছাড়া তামিম ইকবালও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাকে শক্তিশালী প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে ক্রিকেটাঙ্গনে।

এদিকে আজ (৮ সেপ্টেম্বর, সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধানদের এক মতবিনিময় সভায় উঠে আসে বিসিবি নির্বাচন প্রসঙ্গ।

সেখানেই উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দেন সরকার কোনো পক্ষে নেই,

‘দুজনের নাম শোনা যাচ্ছে তারা সবাই ক্রিকেটার, এটি একটি ভালো দিক। সরকার চায় নিয়ম মেনে বিসিবি নির্বাচন হোক। এখানে সরকার কোনো পক্ষে নেই। আগে তো একজনকে নিয়েই নির্বাচন হতো, এখন তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।’

যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন,

‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি সতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে। যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’

বিসিবির নির্বাচন প্রসঙ্গে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী– তিন ক্যাটাগরিতে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন।

  • ক্যাটাগরি-১ এ ২৫ সদস্যের বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাব থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক।
  • ক্যাটাগরি-২ থেকে (আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিনিধি) ৮ বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলররা ভোট দিয়ে ১০ জন পরিচালক নির্বাচন করেন।
  • ক্যাটাগরি-৩ এ একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়।

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন,

‘আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু সভাপতি নির্বাচিত করেছেন বিসিবির পরিচালকরা; যারা কিনা গত চার বছর ধরে বিসিবিতে রয়েছেন। সুতরাং সরকার তাঁকে সভাপতি বানিয়েছেন কথাটি ঠিক নয়। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের গঠনতন্ত্র মেনেই আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক নির্বাচিত করেছে।’

বিসিবি নির্বাচন ছাড়াও আলোচনায় উঠে আসে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় আট বিভাগে ‘স্পোর্টস হাব’ নির্মাণের কথা।
উপদেষ্টা জানান, প্রকল্পটির জন্য আমিরাতের কাছে ১৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

আলোচনায় ঢাকা শহরে মাঠ সংকটের কারণে মহল্লার শিশু-কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত থাকার প্রসঙ্গও উঠে আসে।
সেক্ষেত্রে, স্কুল-কলেজের মাঠগুলোর গেট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেন তিনি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy