ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপ
আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ দল। দুজনের এই দলে খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল। তাঁর সঙ্গে কোচ হিসেবে থাকবেন কমিটির সদস্য রাইসুল।
গত ২৩ এপ্রিল ব্যাডমিন্টন ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
ঘোষিত সেই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রাসেল কবির এবং সদস্য হিসেবে রাখা হয় রাইসুল আলমকে।