খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫

ইন্টারের ট্রেবল স্বপ্ন গুঁড়িয়ে মেগা ফাইনালে এসি মিলান

প্রতিপক্ষ এসি মিলান হলেই যেন ইন্টার মিলানের গুলিয়ে যাচ্ছে সবকিছু

লিগে শীর্ষে, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে—সব মিলিয়ে স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। 

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবার সেই তেতো অভিজ্ঞতা হলো দলটির, এবার তো সেটা আরও ভয়াবহ। সিমোন ইনজাগির দলকে গুঁড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান।

সান সিরোয় বুধবার (২৩ এপ্রিল) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে এসি মিলান। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

লুকা ইয়োভিচের জোড়া গোলের পর শেষ দিকে তৃতীয় গোলটি করেন রেইনডার্স।

মজার ব্যাপার হলো, মৌসুমে যতবার মুখোমুখি হয়েছে দুই দল, ততবারই দাপট দেখিয়েছে এসি মিলান।

ইন্টারের ট্রেবল স্বপ্ন গুঁড়িয়ে মেগা ফাইনালে এসি মিলান

 

সিরি আ লিগে প্রথম দেখায় জয়, দ্বিতীয়টি ড্র। ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে শিরোপা জিতেছিল মিলান। এবার তাদের বিদায় করে জায়গা করে নিল ইতালিয়ান কাপের ফাইনালে।

ম্যাচের ৩৬তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় এসি মিলান, হেডে গোলটি করেন ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কাছ থেকে ব্যবধান বাড়ান এই সার্ব ফরোয়ার্ড।

আর ৮৫তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে বাম পায়ের শটে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।

সিরি আ লিগে ইন্টার মিলান ছুটছে শিরোপা জয়ের সম্ভাবনায় এবং চ্যাম্পিয়নস লিগে তারা জায়গা করে নিয়েছে সেমি-ফাইনালে। সেখানে এসি মিলান লিগ শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে, আর ইউরোপ সেরার মঞ্চে তো তারা নকআউট পর্বেই উঠতে পারেনি।

ইন্টারের ট্রেবল স্বপ্ন গুঁড়িয়ে মেগা ফাইনালে এসি মিলান

চলতি মৌসুমে এই দুই দলের পারফরম্যান্সের ফারাকটা তাই চোখে পড়ার মতো।

তবে, তাদের মুখোমুখি লড়াইয়ের গল্পটা পুরোই ভিন্ন। সেরি আয় এবার দুই লেগের প্রথমটিতে এসি মিলানের জয়ের পর দ্বিতীয়টি হয় ড্র। গত জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ইন্টারকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে এসি মিলান।

এরপর এই ইতালিয়ান কাপের লড়াই। যেখানে প্রথম লেগ ড্রয়ের পর, আবারও এসি মিলানের সামনে মুখ থুবড়ে পড়ল ইন্টার মিলান।

এতে দ্বিতীয়বার যে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছিল ক্লাবটি, সেটাও ভেঙে গেল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy