খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৫ই এপ্রিল ২০২৫

আর্জেন্টিনার তরুণদের কাঁধে বড় চ্যালেঞ্জ!

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সূচিতে আছে দুই ম্যাচ। সেটাও লাতিন পরাশক্তি উরুগুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। মার্চ মাসটা তাই আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিনই বটে। সিনিয়রবিহীন ম্যাচগুলোতে থাকছে আর্জেন্টিনার তরুণদের কাঁধে বড় চ্যালেঞ্জ!  

এর আগে স্কোয়াড ঘোষণার সময়ই লিওনেল মেসির না থাকার খবর জানিয়ে আর্জেন্টাইন ভক্তদের প্রথম বিষাদে পোড়ান কোচ লিওনেল স্কালোনি। লোয়ার গ্রেড ইনজুরির কারণে তিনি দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে লাউতারো, হুলিয়ান আলভারেজদের কাঁধেই ছিল আক্রমণভাগের নেতৃত্ব। কিন্তু সেই শক্তি আরও দুর্বল হয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে লাইনআপ সাজানো নিয়ে লিওনেল স্কালোনির দুশ্চিন্তা আরও বাড়ল।

ইন্টার মিলানের স্ট্রাইকার ক্লাব থেকেই এসেছিলেন চোটের অস্বস্তি নিয়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তিনি ফেইনুর্দের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। কিন্তু পরের লেগে চোটের কারণে নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ মাঠেই নামা হয়নি। ওই ম্যাচের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড চোট পেলেও, বাছাইয়ের আগে সেটি সেরে যাওয়ার আশা ছিল। কিন্তু উরুগুয়ে ম্যাচের আগে হতাশার খবরই দিলেন লাউতারো।

গতকাল জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন লাউতারো। গ্রুপভিত্তিক ভাগ হয়ে তিনি এই কাজ সেরেছেন। তবে পরেই তার ইনজুরির খবর ছড়ায়, আনুষ্ঠানিকভাবেও জানানো হয় মাংসপেশির অস্বস্তি আছে এই উইঙ্গারের। যদিও প্রতিদিন লাউতারোর চোট পর্যবেক্ষণ করছেন আর্জেন্টাইন টেকনিক্যাল স্টাফরা।

উরুগুয়ে ম্যাচে তার খেলা নিয়ে নিশ্চয়তা পেতে আজকের অনুশীলনের অপেক্ষায় ছিল পুরো দল। এরপরই জানা যায় তার পক্ষে সেই ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। তার মানে নম্বর নাইন হিসেবে আর্জেন্টিনার আক্রমণভাগে আলভারেজকেই নেতৃত্ব দিতে দেখা যাবে।

আর্জেন্টিনার তরুণদের কাঁধে বড় চ্যালেঞ্জ!

লাউতারোর অনুপস্থিতিতে স্কালোনিকে ফরোয়ার্ড লাইনআপ নতুন করে ভাবতে হচ্ছে। এক্ষেত্রে সামনে আসছে নিকোলাস গঞ্জালেসের নাম। জুভেন্তাসের এই তারকাকেই বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

একইসঙ্গে আনহেল ডি মারিয়ার অবসর পরবর্তী সময়ে ও মেসির অনুপস্থিতিতে আলবিলেস্তে দলের শূন্যস্থান পূরণে নতুনদের সামনে সুযোগ এনে দিচ্ছে। একইসঙ্গে সেটি যথাযথভাবে পূরণ করারও চ্যালেঞ্জ থাকবে তরুণদের ওপর।

এদিকে পুরো লাইনআপে সমন্বয় করতে ফরমেশনেও পরিবর্তন আনতে হতে পারে স্কালোনির। ৪-৪-২ ফরম্যাট অনুসারে মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারদের সঙ্গে যোগ দিতে পারেন লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালেস-আলভারেজ ডুয়ো থাকবেন তাদের সামনে।

এ ছাড়া তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদা কিংবা আনহেল কোরেয়াদেরও দেখা যেতে পারে থার্ড অ্যাটাকার হিসেবে। শেষ পর্যন্ত আবার ৪-২-৩-১ ফরমেশনও বেছে নিতে পারেন স্কালোনি!

আর্জেন্টিনার তরুণদের কাঁধে বড় চ্যালেঞ্জ!

 

এদিকে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা এলাকায় বন্যা কবলিতদের সাহায্য করতে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শন। অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে বাহিয়া ব্লাঙ্কাতেই একটি চ্যারিটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটাই যাবে সেখানকার একটি হাসপাতালে।

আগামী ২২ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আলবিসেলেস্তেরা লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটা হবে প্রতিপক্ষের মাঠে। উরুগুয়ে থেকে ম্যাচ খেলে দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গ চ্যারিটি ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন,

‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে তহবিল সংগ্রহ করে আমরা হাসপাতাল পেনাতে দান করব। এটি বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যায় এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই সাহায্যে তারা আবার ঘুরে দাঁড়াবে এবং হাসপাতালটি পুনর্গঠিত হবে।’

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy