খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২১শে এপ্রিল ২০২৫

ফাহমিদুল ইস্যুতে কোচের পক্ষে জামাল ভূঁইয়া

আকস্মিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় উত্তপ্ত ফুটবলাঙ্গন। সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তবে ফাহমিদুল ইস্যুতে কোচের পক্ষে অবস্থান জামাল ভূঁইয়া্র! 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। হামজা আসার পর দিনই ফুটবলাঙ্গন উত্তপ্ত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে সম্ভাবনাময় বলেও শেষ পর্যন্ত দলে রাখেননি। এ নিয়ে ফুটবল সমর্থকরা কোচের সমালোচনা ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি তুলেছেন।

টানা দ্বিতীয় দিনের মতো আজ ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। তবে এরই মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, ‘এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই।’

সৌদি আরব থেকে ক্যাম্প শেষে ফেরার পর গতকাল হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় বলেন,

‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’ 

আজ জাতীয় ফুটবল দলের ভারত সফর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনে আজ ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গ এসেছে। গতকালকের ব্যাখ্যাই আবার দিয়েছেন,

‘আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’

বাংলাদেশের ফুটবলে প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। তাকে অনুসরণ করেই তারিক, কাজেমরা বাংলাদেশ দলে খেলছেন। এখন হামজা চৌধুরীও খেলবেন। প্রবাসী ফুটবলাররা যখন বাংলাদেশের দিকে আকৃষ্ট হচ্ছেন তখন ফাহমিদুলের জাতীয় দলে এক সপ্তাহ অনুশীলন করে ফিরে যাওয়া নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

 

এ নিয়ে জামালকে প্রশ্ন করা হলে তিনি কোচের পক্ষেই মত দিলেন,

‘একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি আগামীতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’

ফুটবলে কোচ সর্বেসর্বা। তিনিই খেলোয়াড় ডাকা, বাদ দেওয়া ও একাদশ বদলের সকল ক্ষমতা। হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের ফুটবলে গত তিন বছরে প্রাথমিক দলে এমন খেলোয়াড় ডাকেন যারা লিগে নিয়মিত খেলেন না। আবার যারা লিগে নিয়মিত খেলেন তারা ডাক পান না। এ সকল কারণে ফাহমিদুলের বাদ পড়াটা প্রশ্নের মুখে পড়েছে।

তাই আবারও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন হয় ফাহমিদুলকে নিয়ে তখন তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’

 

ফাহমিদুল ইস্যুতে কোচের পক্ষে জামাল ভূঁইয়া

ফাহমিদুলকে নিয়ে সমর্থকদের আন্দোলনের মুখে গতকাল রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy