খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৯শে মার্চ ২০২৫

কেন স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি?

কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মেসি। 

আর্জেন্টিনার ফুটবল ভক্তদের সম্ভবত এখন থেকেই এমন দিনের জন্য প্রস্তুতি নেয়া দরকার। লিওনেল মেসি থাকছেন না আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিটায়। ১০ নম্বর জার্সিটা গায়ে চড়িয়েছেন অন্য কেউ। এমনটাই হওয়া স্বাভাবিক। জীবনের ৩৭ বসন্ত পার করছেন মেসি। এটাই হয়ত হওয়া স্বাভাবিক। তবে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তার না থাকা এখন বেশ বড় খবর।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ঘোষিত স্কোয়াডে বেশ একটা চমকই গতকাল উপহার দিয়েছে আর্জেন্টিনা। স্কালোনির স্কোয়াডে মেসির না থাকাটা একপ্রকার বিষ্ময়ই বটে। কারণ স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়।

কিন্তু পরবর্তীতে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে। মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি।

কেন স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি?

তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে। যদিও এর কোনো কিছুই এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে বলা হয়নি। মেসির ইনজুরির পুরো খবই জানা গিয়েছে তার ক্লাবের পক্ষ থেকে।

ক্লাব থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে,

‘গতরাতে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি থাকায় আজ সকালেই মেসির এমআরআই করানো হয়েছে। তাতে অ্যাডাক্টরে লো-গ্রেডের ইনজুরি ধরা পড়েছে। তার চিকিৎসার ধারা এবং তাতে কেমন প্রতিক্রিয়া হচ্ছে সেটার ওপরেই বোঝা যাবে প্রতিযোগিতায় তাকে পাওয়া যাবে কি না।’

কেন স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি?

দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইন্সটাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন,

‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচেই মিস করতে যাচ্ছে মেসির সার্ভিস। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে সবার ওপরে থাকলেও সাম্প্রতিক সময়টাক আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। বাকি দুই ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৩ ম্যাচ থেকে আর্জেন্টিনার নেই কোনো জয়। ড্র করেছে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy